ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ১১:০০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানার মহানগর বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কায় রায়হান জাবির (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম রায়হান। সে দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’