রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তেজগাঁও কুনিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই ব্যক্তির স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঘটনা সম্পর্কে হাসপাতালে নিহতের ভাতিজা আবির হোসেন জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া তাদের বাড়ি। আক্তার হোসেন সেই বাড়িতেই থাকেন।
‘সন্ধ্যায় ঝড় বৃষ্টির শুরু হলে বাহির থেকে বাড়িতে আসছিলেন তিনি। কুনিপাড়া নুরুল ফার্মেসির সামনে আসলে একটি নির্মাণাধীন ৫ তলা ভবনের উপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।’
আপনার মতামত লিখুন :