রাজধানীতে রাতভর র‍্যাবের তল্লাশি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৯:২১ এএম

রাজধানীতে রাতভর র‍্যাবের তল্লাশি

ছবি: সংগৃহীত

চুরি, ছিনতাই এবং ডাকাতি প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে গুলশান, মহাখালী, মানিকমিয়া এভিনিউ, মতিঝিল এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়।

এই সময়ে চেকপোস্টে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি এবং মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা এবং তল্লাশি করা হয়। পাশাপাশি, সড়কে চলাচলরত ব্যক্তিদের গন্তব্যস্থল এবং বের হওয়ার কারণও জানতে চাওয়া হয়।

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান শনিবার মধ্যরাতে এই তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, ছিনতাই, ডাকাতি এবং চাঁদাবাজি প্রতিরোধে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে রাজধানীসহ সারা দেশে টহল এবং চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তিনি জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে জানানোর আহ্বান জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে এবং জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার অনুরোধ করেন।

আরবি/এফআই

Link copied!