রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল জেলা ৩১৫ এ ১-এর অধীনে দুইটি লায়ন্স ক্লাবের যৌথ অভিষেক।
গত শুক্রবার রাতে লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস ও ঢাকা প্রোটেস্টিং ভয়েজ নামে ক্লাব দুইটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ৩১৫ এ ১-এর গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া এমজেএফ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ৩১৫ এ ১-এর দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ।
যৌথ অভিষেক অনুষ্ঠানে কেক কেটে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রোটেস্টিং ভয়েজ-এর ক্লাব পিন উন্মোচন করা হয় এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস-কে ক্লাব এক্সিলেন্স আওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।
লায়ন আবু সাউদের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ৩১৫ এ ১-এর প্রাক্তন গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট একেএম কামরুল হাসান খায়ের, কেবিনেট ট্রেজারার শামসুন নাহার স্বপ্না, লায়ন সাদাত ফেরদৌস, লায়ন্স ক্লাব অফ ঢাকা ফেস-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আমিনুল আহসান এবং ঢাকা প্রোটেস্টিং ভয়েজ-এর প্রেসিডেন্ট লায়ন রমিজ উদ্দিনসহ জেলা ও ক্লাবের অন্যান্য নেতারা।
আপনার মতামত লিখুন :