প্রতি বছর রোজায় অসহনীয় যানজটের কবলে পড়েন নগরবাসী। তাই আসন্ন রমজান মাসে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরা মাঠে নামবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসি নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, রোজার মাসে ঢাকার মানুষ যাতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারে সেজন্য ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট এবং বিএনসিসির সদস্যরা দায়িত্ব পালন করবে। তাছাড়া বর্তমানে ট্রাফিক সহায়তায় থাকা শিক্ষার্থীদের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
মোহাম্মদ এজাজ বলেন, ডিএমপির সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। এ লক্ষ্যে রোজার পর শহরের প্রধান সড়কে রিকশা বন্ধ করা হবে। মেট্রো স্টেশনের ৫০০ মিটারের ভেতর কোনো গাড়ি থাকবে না। যানজট নিয়ন্ত্রণের জন্য এরইমধ্যে সয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক ফয়সাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমন, সাবেক সহ সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :