মোহাম্মদপুরে রিকশা আটকে নারীকে কোপাল ছিনতাইকারীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:০৫ এএম

মোহাম্মদপুরে রিকশা আটকে নারীকে কোপাল ছিনতাইকারীরা

রাজধানীজুড়ে ছিনতাই যেন থামছেই না। এবার মোহাম্মদপুরে রিকশা আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এঘটনায় চাপাতি নিয়ে এক নারীকেও  আক্রমণ করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে দেখা যায়, একটি রিকশা থামিয়ে দুই তরুণ ছিনতাই করছে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়।

সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এর আগে একইদিনে রাজধানীর রামপুরা থানার বনশ্রীর ডি ব্লক এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করেছে ছিনতাইকারীরা।

অপরাধীর তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা মোটরসাইকেল করে এসে ছিনিয়ে নেয়।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

আরবি/এসজে

রূপালী বাংলাদেশ

Link copied!