জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ৪ দফা দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের গণপদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে রাজধানীর শিক্ষাভবন মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলেন। পরে পুলিশ নিজেরাই আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে আন্দোলনকারীদের আটকে দেন। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কিরও ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা বলেন, গণ-অভ্যুত্থানের পর যেমন বাংলাদেশ আশা করা হয়েছিল, তেমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান পরিস্থিতিতে নারীদের বিরুদ্ধে যেসব অপরাধ হচ্ছে, সেই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই। ঘরে বসে থাকলেও নিরাপদ বোধ করার সুযোগ নেই। তাই রাজপথে নামা হয়েছে।
দাবীগুলো হলো:
১।জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
২। সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
৩। অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার করতে হবে।
৪। সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কার করতে হবে ।
আপনার মতামত লিখুন :