রাজধানীর কলাবাগানে জুলাই-আগস্টে সংগঠিত ছাত্র-জনতার আন্দোলনে গুলির ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডার মাহিম নৈয়বকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ২.০০ ঘটিকায় তেজগাঁও সাতরাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিএমপির কলাবাগান থানার অফিসার ইনচার্জ(ওসি) মোক্তারুজ্জামান সাংবাদিকদের জানান,গ্রেপ্তারকৃত মাহিম নৈয়ব কলাবাগান থানার এজেহার ভুক্ত আসামী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে,ভিডিও ফুটেজ শনাক্ত করে নিশ্চিত হয়েছি। উক্ত আসামী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করে ছাত্র-জনতা হত্যায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কলাবাগান থানা তিনটি মামলা রয়েছে আজ গ্রেপ্তারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :