রাজধানীতে যানজট এড়াতে নতুন পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে পরামর্শটি দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ ও পূর্ব এলাকা হতে প্রায় সব যানবাহন তেজগাঁও/লাভ রোড ক্রসিং হতে বামে টার্ন নিয়ে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠে এয়ারপোর্ট, কুড়িল, বনানী এলাকায় যাচ্ছেন। ফলে তেজগাঁও-বিজয় সরণি লিংক রোডে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে।
তেজগাঁও-লাভ রোড হয়ে উত্তরাগামী সব যানবাহনের চালকদের জানানো হয়, এখন থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, বাসসহ সব যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী র্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে এয়ারপোর্ট-উত্তরার দিকে চলাচল করতে পারছে।
আপনার মতামত লিখুন :