ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

আমরা ম্যাচবক্সে থাকি, ঢাকা প্রসঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৯:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা নগরীতে স্থাপনাগুলোর মাঝে পর্যাপ্ত ফাঁকা জায়গা না থাকায় আক্ষেপ করেছেন লেখক, গবেষক এবং একুশে পদক বিজয়ী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। তিনি বলেন, ‘ঢাকা শহরের মানুষ ম্যাচের বক্সের মতো ছোট ছোট জায়গায় বসবাস করে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শহরের ভাষা – সিটি স্পিকসঃ নগর আড্ডা’ শিরোনামে এই আলোচনা সভা আয়োজিত হয়।

অধ্যাপক সলিমুল্লাহ বলেন, ‘একটা ভবন থেকে আরেকটা ভবনের মাঝে ফাঁকা জায়গা থাকতে হবে। পার্ক থাকতে হবে। চলাচলের জন্য রাস্তা থাকতে হবে। কিন্তু আমাদের এখানে এগুলো নেই। আমরা ম্যাচবক্সে থাকি।’

 

তিনি বলেন, ‘দিয়াবাড়িতে গেলে মনে হয় আরেকটা কাশিমপুর (কারাগার)। শহরের কান্না আছে, বেদনা আছে। আমাদের সেগুলো বুঝতে হবে।’

এসময় নগর পরিকল্পনার সাথে শুধু মেয়র না বরং সবাইকে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

তিনি বলেন, ‘নগর পরিকল্পনা শুধু নগর পিতার ব্যাপার না। এটা দেশ পিতাদেরও চিন্তার বিষয়।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ডিএনসিসি নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের আগের মেয়ররা তাদের কাজের সময় ভোটারদের অগ্রাধিকার দিয়েছেন। ভোটারদের প্রতি তাদেরকে বেশি কাজ করতে দেখা গেছে। কিন্তু তৃণমূল মানুষদের সেবায় তাদের কাজ করতে খুব আগ্রহ দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘শুধু ভোটার না বরং এই শহরকে সবার জন্য কিভাবে বাসযোগ্য করা যায় আমরা সেই লক্ষ্যে কাজ করবো। এজন্যই এই আড্ডার আয়োজন করেছি। এই আড্ডায় সমস্যাগুলো চিহ্নিত হবে এবং সেগুলোর সমাধানে উন্মুক্ত আলোচনা হবে। এরপরের বার কোন একটি স্থানের সমস্যা নিয়ে সেই স্থানেই আড্ডা বা সংবাদ সম্মেলন হবে। তার ৬ মাস বা এক বছর পর আবার সেখানে আড্ডা হবে যেখানে মূল্যায়ন হবে যে সমস্যার সমাধান কতটুকু হয়েছে।’

আলোচনায় ঢাকা শহর একটা ‘গাড়া শহরে’ পরিণত হয়েছে উল্লেখ করেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

তিনি বলেন, ‘ঢাকা শহর এমন যে, নদী ধ্বংস করে আমরা ঝিল বানাই। এই শহরে পরিচয় দিয়ে চলতে হয় যে আমি সাংবাদিক বা আইনজীবী।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহর কথা বলে না, কারণ কথা বলার স্থান নাই। ঢাকা শহর একটা গাড়া শহরে পরিণত হয়েছে যার আকাশে কাক ওড়ে আর সড়কে খুনী হাঁটে। এই শহরটা মরে যাচ্ছে। এই শহরের আত্মার পঁচা গন্ধ কোন সুগন্ধী দিয়ে ঢাকব?’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম কচি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির প্রমুখ বক্তব্য দেন।