রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে। এই সময়সূচিতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও।
নতুন নির্দেশনা অনুযায়ী, মেট্রোরেল স্টেশন এবং ট্রেনে প্রতিটি যাত্রী ২৫০ মিলিলিটার পানি নিতে পারবেন, তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।
ডিএমটিসিএল-এর তরফ থেকে জানানো হয়েছে, রোজার মাসে ইফতারির জন্য ছোট পানির বোতল বহন করা যাবে, তবে পানি যাতে পড়ে না যায়, সেজন্য যাত্রীদের সতর্ক থাকতে হবে। ব্যবহৃত পানির বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ এবং বাইরের গেটে থাকা ডাস্টবিনে ফেলা যাবে।
এ ছাড়া নতুন সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিটের ব্যবধানে। ৭টা ৩১ মিনিট থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত ৮ মিনিট ব্যবধানে ট্রেন চলবে। এরপর ৬টা ৫১ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন আবার ১০ মিনিটের ব্যবধানে চলবে।
দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে এবং রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত ১০ মিনিট ব্যবধানে। সকাল ৮টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলবে ৮ মিনিট ব্যবধানে।
মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে ৭টা ৩০ মিনিটে। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।