ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

দুই ইরানি নাগরিকসহ ৩ জনকে ছিনতাইকারী বলে মারধর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ঘুরতে এসে রাজধানীতে মারধরের শিকার হয়েছেন ইরানি নাগরিকসহ তিনজন। জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম।

আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) তার নাতি মো. মেহেদী (১৮) ঘটনার পর অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

ওসি জানায়, আহমেদ এবং মেহেদী সম্পর্কে দাদা-নাতি। তারা সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং বনানীর সুইচ হোটেলে অবস্থান করছিলেন। তাদের মধ্যে একজন গত ২৭ ফেব্রুয়ারি আরেকজন গত ১ মার্চ বাংলাদেশে আসেন।

ঘটনার দিন, তারা বসুন্ধরা এলাকায় মানি একচেঞ্জ করতে গিয়েছিলেন। সেখানে কিছু লোক তাদের আচরণ সন্দেহজনক ও ‘শয়তানের নিঃশ্বাস গ্রহণ করিয়ে’ প্রতারণাকারীদের মতো মনে করে। এসময় লোকজন তাদের নানা প্রশ্ন করতে থাকলে ভয় পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। এমন পরিস্থিতিতে তাদের গাড়ি চালানোর সময় কয়েকজন রিকশাচালক আহত হন, পরে লোকজন তাদের গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। লোকজন ভেবেছিল তারা একটি প্রতারণা চক্রের সদস্য। তবে তারা আসলে টাকা একচেঞ্জ করার জন্যই সেখানে গিয়েছিলেন। বর্তমানে তারা থানায় রয়েছেন এবং তাদের ব্যাপারে তদন্ত চলছে।