শেষ রাতে আগুনে পুড়ল গাবতলীর মোল্লা বস্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১০:৫০ এএম

শেষ রাতে আগুনে পুড়ল গাবতলীর মোল্লা বস্তি

ছবি: সাইফুল ইসলাম

রাজধানীর গাবতলীর মোল্লা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকশ ঘর পুড়ে গেছে এবং রোজিনা পরিবহনের বেশ কয়েকটি বাসও আগুনে ভস্মীভূত হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডটি ঘটে। আগুন লাগার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তাপের কারণে মোল্লা বস্তির বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। প্রাণ বাঁচাতে মানুষ ঘর থেকে বের হতে থাকলেও, তারা কোনো মালামাল বের করতে পারেনি।

স্থানীয়রা আরও জানান, বস্তির পাশেই ছিল টায়ারসহ গাড়ির যন্ত্রাংশের একটি দোকান, যেখানে আগুনের তাপ থেকে পুড়ে গেছে দোকানের মালামালও।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, আগুনের সূত্রপাতের পর প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরবি/এফআই

Link copied!