বাসযোগ্য শহর গড়ায় প্রচেষ্টা অব্যাহত রাখব: রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল

মাইনুল হক ভূঁঁইয়া

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৭:৪৩ পিএম

বাসযোগ্য শহর গড়ায় প্রচেষ্টা অব্যাহত রাখব: রাজউকের নতুন চেয়ারম্যান রিয়াজুল

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাকে একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।

এই পদে নিয়োগ পাওয়ার পর রূপালী বাংলাদেশকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাজউকের নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, ‘আমি আনন্দিত। ঢাকাকে একটি সুন্দর, বাসযোগ্য শহর গড়ায় আমার প্রচেষ্টা অব্যাহত রাখব।’

 

এরআগে শনিবার (৮ মার্চ) প্রকৌশলী রিয়াজুলের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামকে অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজউক চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এরআগে গত ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামকে দুই বছর মেয়াদের জন্য রাজউকের সদস্য (পরিকল্পনা) শাখায় নিয়োগ দিয়েছিল সরকার। চুক্তিভিত্তিক নিয়োগের চার মাসের মাথায় একই সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন তিনি।

 

আরবি/ফিজ

Link copied!