রাজধানীতে গাড়িচাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৯:২৪ এএম

রাজধানীতে গাড়িচাপায় ২ শ্রমিক নিহত, সড়ক অবরোধ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে রেখেছেন নিহতদের সহকর্মীরা।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, দুর্ঘটনায় দুজন মারা যাওয়ার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টস কর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরবি/এসবি

Link copied!