ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১১:৩৪ এএম

ঢাকায় আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিন সরকারি দফতর, বিভিন্ন সংস্থা এবং সংগঠনের নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ মার্চ) গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি এক নজরে দেখে নিন।

অর্থ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১১টায় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভাটি অনুষ্ঠিত হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে।

যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে।

বিএনপির কর্মসূচি
বিকেল ৪টায় গুলশানের হোটেল লেকশোরে ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অন্যান্য সিনিয়র নেতারা।

এনসিপির কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাকটিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান (স্থান: মিরপুর-১৩)।

বিকেল ৪টায় পুরানা পল্টনের ওয়েস্টার্ন রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিকেল ৪টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ‘ঢাবি সাদা দলের’ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আরবি/শিতি

Link copied!