ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

চাঁদাবাজির অভিযোগে বিএনপির বহিষ্কৃত নেতা মিঠু আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৭:৩০ পিএম
আটককৃত বিএনপির বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু

দেশজুড়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ উঠছে। এ নিয়ে শক্ত অবস্থানে দলটি। অভিযোগ প্রমাণের সঙ্গে সঙ্গেই নেওয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। এ নিয়ে কোনো ‘কম্প্রমাইজ’ নয় বলে মত দলের হাইকমান্ডের। ধারাবাহিকতায় দলীয় শাস্তিতে পড়েন রাজধানীর উত্তরা থেকে উত্তরা পশ্চিম থানা বিএনপির বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু।

তার বিরুদ্ধে দখলবাজি-চাঁদাবাজিসহ নানা অভিযোগ। বিএনপির বহিষ্কৃত এই নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (১০ মার্চ) তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) নামজুল হাসান।

দখলবাজি-চাঁদাবাজিসহ নানা অভিযোগে উত্তরা পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুকে বহিষ্কার করেছিল বিএনপি। এরপরও থামেনি চাঁদাবাজি। দলীয় পদ-পদবি না থাকলেও বিএনপি নেতা পরিচয়ে মিঠু চাঁদা দাবি করছেন বলে জানিয়েছেন উত্তরা-পশ্চিম থানা এলাকার ব্যবসায়ী সমিতির নেতারা।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সই করা চিঠিতে মিঠুকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।