সাততলা বস্তিতে আগুনের নেপথ্যে কী? যা জানাল ফায়ার সার্ভিস

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ১২:১৯ পিএম

সাততলা বস্তিতে আগুনের নেপথ্যে কী? যা জানাল ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শতাধিক ঘর। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০টির বেশি দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের কারণ ছিল বৈদ্যুতিক শর্টসার্কিট।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মাত্র ১০ মিনিটের মধ্যে এবং পরবর্তীতে আরও ইউনিট যোগ দেয়। ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৪ জন মালিকের বিভিন্ন আয়তনের ১৫২টি কাঁচা ও সেমি-পাকা ঘর এবং ২টি দোকান পুড়ে যায়। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

আরবি/এফআই

Link copied!