ঢাকা রবিবার, ১৬ মার্চ, ২০২৫

স্টার্টআপ উন্নয়নে গণমাধ্যম বড় অংশীদার: হাইটেক পার্কের এমডি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৯:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

দেশের স্টার্টআপ উন্নয়নে গণমাধ্যমকে সবচেয়ে বড় অংশীদার হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম আমিরুল ইসলাম।

গতকাল শনিবার (১৪ মার্চ) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। হাইটেক পার্কের ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিড) প্রকল্পের আয়োজনে ‘স্টার্টআপ ইকোসিস্টেমের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম বলেন, ‌‘গণমাধ্যম স্টার্টআপ খাতের সবচেয়ে বড় অংশীদার। যেসব স্টার্টআপ ব্যর্থ হচ্ছে, তারা কেন ব্যর্থ হচ্ছে, সে বিষয়গুলো তুলে ধরে গণমাধ্যম প্রতিবেদন করতে পারে। কারণ, প্রতিটি ব্যর্থতার গল্পে একটি সফলতার অনুপ্রেরণা লুকিয়ে থাকে। আমরা গণমাধ্যমের কাছ থেকে এই ধরনের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করি। গণমাধ্যমের সহায়তায় আমাদের প্রকল্পের সফলতা আরও বিস্তৃত হবে।’ এ সময় তিনি তরুণদের বিদেশ গমনের পরিবর্তে দেশে থেকেই উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)-এর সভাপতি হাসান জাকির বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপ কার্যক্রম ১২ বছরের বেশি সময় ধরে চলছে, তবে এখনও যথাযথ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরি হয়নি। স্টার্টআপের বৈশ্বিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরেও রয়েছে। তাই আমাদের এ খাতে আরও বেশি কাজ করতে হবে। এক্ষেত্রে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের পর যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেটিকে আমাদের কাজে লাগাতে হবে। স্টার্টআপ এবং গণমাধ্যমকে যৌথভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ডিড প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনে ফেরদৌস সুমি, ফিউচার স্টার্টআপের প্রতিষ্ঠাতা রুহুল কাদেরসহ বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠাতারা সেমিনারে বক্তব্য রাখেন।