রাজধানীর রাজারবাগে গাড়ির চাপায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২২ বছর।
শাহজাহানপুর থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, ওই নারী ভারসাম্যহীন ছিলেন। শনিবার রাত দেড়টার দিকে রাজারবাগ আউটার সার্কুলার রোডের গ্রিন লাইন কাউন্টারে সামনের রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী।
তিনি বলেন, রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এসআই।