ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫

মিরপুরে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১০:০৩ এএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকায় রনি নামক এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

রোববার রাত ১০টার দিকে মিরপুর-১ এর চিলড্রেন পার্কের কাছাকাছি এই ঘটনা ঘটে। নিহত রনি কবুতর ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে রনিকে হত্যা করা হয়েছে। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

পল্লবী জোনের এডিসি মো. জাকারিয়া এই তথ্য নিশ্চিত করে বলেন, রোববার রাত ১০টার দিকে মিরপুর-১ নম্বরের চিলড্রেন পার্কের পাশে রনি নামক এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং একজনকে আটক করা হয়। এই হত্যাকাণ্ড এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও এই এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই এবং আধিপত্য বিস্তারের জন্য হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।