রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গণপিটুনির ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনা ঘটে দুপুরে।
এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ওই শিশু বাড়িতে এ বিষয়ে কিছু বলতে পারছিল না। পরে হাসপাতালে নিয়ে গেলে ধর্ষণের শিকার হয়েছে বলে জানায় শিশুটি।
পরে রাতে খিলক্ষেত এলাকা থেকে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ওই কিশোরকে গণপিটুনি দেয়।
অভিযুক্ত কিশোরের নাম জান। তার বয়স আনুমানিক ১৬ অথবা ১৭ বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, পুলিশের গাড়ির ওপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।
পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ধর্ষণে অভিযুক্ত যুবক মারধরে গুরুতর আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :