রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবার খুচরা ও পাইকারি বিক্রেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল। তথ্যটি নিশ্চিত করেছেন উপ-পরিচালক শামীম আহম্মেদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার দিন-রাতের অভিযানে ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে একজন মাদকসেবীর সূত্র ধরে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতাসহ মূলহোতাকে ১১ হাজার ৬০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিন প্রথমে সাড়ে ১২টার দিকে তুরাগ থানাধীন বাউনিয়া এলাকা থেকে ইয়াবাসেবী বুলবুল আহমেদকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে দুপুর দুইটার দিকে বিমানবন্দর থানাধীন কাওলা এলাকাস্থ সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টার হতে ইয়াবার খুচরা ব্যবসায়ী সজল আমিনকে ইয়াবার ৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। আর খুচরা ব্যবসায়ী সজল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তার তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন, সেক্টর- ৯, বাসা-৬/এ থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে এক হাজার পিস ইয়াবাসহ বিকেল ৫টার দিকে আটক করা হয়।
পরবর্তীতে হিরনের তথ্যের ভিত্তিতে উত্তরার একই সেক্টরের ২ নম্বর রোডের ৩৮ নম্বর বাসায় তল্লাশির পর তালাবদ্ধ ড্রয়ার থেকে দশ হাজার পিস ইয়াবাসহ মূল হোতাদের একজন আবুল হোসেন ওরফে হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অপর মূল হোতা রবিউল ইসলামকে পলাতক আসামি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :