গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল রাজধানী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০১:২৭ পিএম

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজল রাজধানী

ছবি: সরকার জারিফ

সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা, কমেছে  তাপমাত্রা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কমে আসবে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আজ ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে শুক্রবার (২১ মার্চ) সাত বিভাগে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগেও আকাশ মেঘলা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।  রোববার (২৩ মার্চ) পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরবি/এসবি

Link copied!