ঢাকা রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বাজারে ঈদের প্রভাব, মাংসের বাজারে উত্তাপ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আগে বাজারে বেড়েছে মাংসের দাম। যার ফলে ক্রেতারা যেন "ঈদের প্রভাব" অনুভব করছেন। ঈদকে সামনে রেখে মাংসের বাজারে বিশেষ করে গরু ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে।

শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর রামপুরা-বনশ্রীসহ একাধিক বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

গত রমজানে দ্রব্যমূল্যের বাজার বেশ চড়া থাকলেও এবারের পরিস্থিতি শুরু থেকেই অনেকটা নিয়ন্ত্রণে ছিল। দাম কমতির তালিকায় বেশিরভাগই নিত্যপণ্যই। তবে আসন্ন ঈদকে কেন্দ্র করে এবার দাম বাড়ার প্রভাব শুরু হয়েছে মাছ-মাংসের বাজারে।

আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২১০-২২০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহেও ছিল দুইশো টাকার নিচে। তবে রোজার প্রথম দিনে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল ২৩০ থেকে ২৪০ টাকা পর্যন্ত। এ ছাড়া আজকের বাজারে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহের বাজারেও ছিল ২৬০-২৭০ টাকা পর্যন্ত। আজকের বাজারে দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা পর্যন্ত, সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৬৫০ টাকায়।

এদিকে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা গত সপ্তাহেও ৭৫০ থেকে সর্বোচ্চ ৭৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতিকেজি খাসির মাংস ১২০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকায়।