গুলশান এলাকায় পুলিশ প্লাজার সামনে সুমন ওরফে কানা সুমন নামে (৩৩) এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সুমন ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান এক নম্বর এলালায় শুটিং ক্লাবের সামনে রাস্তার ওপর সুমনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলির করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন ইউনিয়নের সালাইপুরে। তার বাবার নাম মাহফুজুর রহমান। স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজধানীর মহাখালী এলাকায় ভাড়া বাসায় থাকেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুমনকে গুলি করা দুর্বৃত্তের পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট ছিল।
পুলিশ জানিয়েছে, আততায়ীকে গ্রেপ্তারে অভিযান চলছে। সুমনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
গুলশান থানার ওসি মাহমুদুর রহমান বলেন, রাত ৯টার দিকে গুলির ঘটনা ঘটে। কারা কেন গুলি করেছে, কতজন ছিল তা বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা কিংবা গ্রেপ্তার হয়নি।
আপনার মতামত লিখুন :