বর্তমান তরুণদের মাঝে বাংলাদেশে ইতিহাসচর্চা নিয়ে হতাশা প্রকাশ করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘ইতিহাসের চর্চা বাংলাদেশ হওয়ার পর ক্রমাগত কমে আসছে। ইতিহাস যেন একটা বিশেষ দিনে জন্মগ্রহণ করেছে, বা একটা জাতি যেন বিশেষভাবে বিশেষ মুহূর্তে চলে এলো। এটা অত্যন্ত দুঃখজনক যে ইতিহাসকে আমরা জানতে চাচ্ছি না।’
শনিবার (২২ মার্চ) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘আবুল মনসুর আহমদ বুক রিভিউ প্রতিযোগিতা-২০২৫’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ।
এ অনুষ্ঠানে আবুল মনসুর স্মৃতি পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ইতিহাস না জানলে আমরা তো আমাদের পরিচয় জানতে পারব না, আমাদের বর্তমানকে বুঝতে পারব না কিংবা আমরা ভবিষ্যতে কোন পথে যাবো সেই পথের দিশাও খুঁজে পাবো না।’
আবুল মনসুর আহমদ গণতন্ত্রে বিশ্বাস করতেন মন্তব্য করে সময়ের গুরুত্বপূর্ণ এই চিন্তক বলেন, ‘যে গণতন্ত্র তিনি (আবুল মনসুর আহমদ) চেয়েছিলেন সেই গণতন্ত্রের মানে হলো মানুষের সঙ্গে মানুষের সুযোগের সাম্য থাকবে। এই সাম্য একটা সংস্কৃতি গড়ে তুলবে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আবুল মনসুর আহমদের ‘বাংলাদেশের কালচার’ বইটির রিভিউ করেন। এতে প্রথম পুরস্কার পান আসিফ মাহমুদ। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পুরস্কার অর্জন করেন এস এ এইচ ওয়ালীউল্লাহ, জুবায়ের দুখু ও শরাবন তহুরা। পুরস্কার হিসেবে তাদের হাতে সনদ ও বই তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি ও জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রাবন্ধিক সহুল আহমদ, অধ্যাপক মো. আবুল ফজল, সাংবাদিক শুভ কিবরিয়া, ও কবি তুহিন খান।
অনুষ্ঠানে প্রতিযোগিতার বিচারক কাজল রশীদ শাহীন ‘বাংলাদেশের কালচার’ বইটিকে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হিসেবে অভিহিত করেন।