ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রাজধানীর সিএনজি গ্যারেজে আগুন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৮:০৬ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম বলেন, ভোর ৫টা ২৮ মিনিটে রাজধানীর রামপুরা পলাশবাগের একটি সিএনজি ও অটো রিকশার গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ১ম ইউনিট।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।