ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

রান্না করতে গিয়ে চুলার আগুনে দগ্ধ মা ও মেয়ে

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় একটি বাসায় রান্না করতে গিয়ে চুলার ওপর পড়ে গিয়ে আগুনে দগ্ধ হন এক নারী। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয়েও সামান্য দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

দগ্ধ মা-মেয়ে হলেন— মা হোসনে আরা (৬৩) মেয়ে তাসলিমা সুলতানা (৩৪)। ঘটনার পর সোমবার (২৪ মার্চ) দুপুরে উভয়কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ ঘটনায় একই ভবনের বাসিন্দা সালাউদ্দিন জানান, রান্নার সময় হোসনে আরা চুলার ওপর পড়ে গেলে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে তাসলিমাও সামান্য দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মা হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, মেয়ে তাসলিমা সুলতানার শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে, যা গুরুতর নয়।