রাজধানীর ফুটপাতে মিলছে মেরিল প্রথম আলো পুরস্কার ও জাতীয় চলচিত্র পুরস্কার। ফেরিওয়ালাদের থেকে সংগ্রহ হয় এসব পুরষ্কার ও পুরনো দিনের জিনিসপত্র। কেনা হয় প্রতিটি ভিন্ন ভিন্ন দামে, সেটি এখন কারো অজানা নয় বলেও জানান বিক্রেতা ফিরোজ।
মাওলানা ভাসানী স্টেডিয়ামের সামনে আড়াই বছর থেকে ব্যবসা করছেন সিঙ্গাপুর ফেরত মুন্সীগঞ্জের ফিরোজ। সিঙ্গাপুরের মোস্তফা প্লাজাতে দেখেন এই ব্যবসা। দেশে এসে নিজ উদ্যোগে শুরু করেন তিনিও।
মেলে পিতল কাসা ও মেরিল প্রথম আলো পুরস্কার। এছাড়াও মিলছে জাতীয় চলচিত্র পুরস্কার। মিলছে হারানো দিনের টেলিফোনসহ নানা জিনিসপত্র।
ভালোলাগা ও সৌখিনতায় মানুষ কিনে নেয় এসব জিনিসপত্র। এসব পুরস্কার বেচে দেয়া উচিত না বলেও জানান তিনি। এই ব্যবসায়ীর দাবি, এগুলো বিক্রি নয় ফেলে দেয়া হয়েছে আর সেখান থেকে কুড়িয়ে এনেছেন ফেরিওয়ালারা।

এসব সংরক্ষণ করাও উচিত ছিলো বলে মনে করেন তিনি। বলেন, ‘উনারা রাখেনি কেউ ঠিকই রাখবে’। টাকা-পয়সা থাকলে শখ করে দোকানে উঠানো এসব মালামাল নিজেই রেখে দিতেন বলেও জানান ফিরোজ।
বর্তমানে নিজেকে সফল মনে করলেও বেচাকেনা কম বলেও জানান ফিরোজ। আগে বিক্রি কিছুটা বেশি থাকলেও এখন অনেক কম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে তার একটি ভিডিও। এতে প্রচার বাড়লেও বাড়েনি বিক্রি। দেখতে অনেকেই আসেন তবে কেনেন না।
আপনার মতামত লিখুন :