বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সাভার থানার হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১১:৫২ পিএম

সাভার থানার হত্যা মামলার আসামি তুরাগে গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

সোমবার (২৪ মার্চ) দিয়াবাড়ি উত্তরা উত্তর মেট্রো রেলস্টেশন প্রাঙ্গন থেকে সাভার থানার হত্যা মামলার আসামি  আনিছ দেওয়ান (৩৫) পিতা শামসুদ্দিন দেওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে ওসি তুরাগ থানা রাহাত খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে যাচাই-বাছাই চলছে।

পরবর্তীতে আপনাদের কে বিস্তারিত জানানো হবে। সংবাদ প্রকাশের স্বার্থে ছবি তুলতে চাইলে তিনি বলেন, এখন ছবি তোলা যাবে না আমাদের কিছু কাজ আছে সেগুলো শেষ করে নেই ।

এই বিষয়ে ওসি তদন্তে নুরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তার করা হয়েছে তার বিষয়ে দুইটি মামলার সন্ধান পাওয়া গেছে, সাভার থানায় একটি হত্যা মামলা এবং একটি পারিবারিক মামলা। এই মুহূর্তে সার্ভারে ঠিকমতো কাজ করছে না সকল তথ্য নিয়ে আপনাদেরকে জানানো হবে।

উল্লেখ্য যে আসামি মো. আনিছ দেওয়ান, আশুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে সাভার থানায় একটি হত্যা মামলা হয়।

মামলা নাম্বারটি হলো ১৯২/১/০৩/০৯/২৪। তার স্থায়ী ঠিকানা  আশুলিয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড, রুস্তমপুর গ্রামের বাসিন্দা।

আশুলিয়ার স্থানীয়দের মতে, আওয়ামী লীগ শাসনামলে স্থানীয় প্রভাব প্রতিপত্তি বিস্তার করা এবং মানুষের জায়গা দখল করে বিক্রয়ের বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

নিজ এলাকায় মানুষের জায়গা খালি করা, দখল করা, চাঁদাবাজি আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দখল বাণিজ্যের ঘটনাও ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক আশুলিয়া ৯ নং ওয়ার্ডের এক ব্যক্তি বলেন, আওয়ামী লীগ শাসনামলে কত মানুষের জায়গা দখল করে বিক্রি করেছে তার কোন হিসাব নেই বর্তমানে কোটি টাকার মালিক সে।

১০ বছর আগেও দেখেছি তাদের টানাটানি সংসার। অথচ এখন তার কত টাকা আছে সে নিজেও মনে হয় জানে না।

আসামি আনিছ দা অনেক পরিবারের সাথে যোগাযোগ করলে আল আমিন মিয়া আসামি জেঠাতো ভাই বলেন, আমার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

তিনি জায়গার ব্যবসা করে থাকেন। আমি নিশ্চিত ভাবে বলছি আনিছ দেওয়ান একজন ব্যবসায়ী মানুষ।

তার নামে কোনো মামলা আছে তাই আমাদের জানা ছিল না।

আরবি/জেডআর

Link copied!