ঢাকা বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মোহাম্মদপুরে বাসায় ঢুকে গুলি, ভিডিও করলেন অন্যজন

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ফাঁকা গুলি করে গেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের পেছনে শেরশাহ শূরী রোডে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মনির হোসেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে এসআই নাজমুল বলেন, হামলার সময় দুর্বৃত্তরা কোটি টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী মনির হোসেন ওই সময় বাসায় ছিলেন না। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে, এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিচতলার একটি বাসায় ঢুকছেন ২ যুবক। দুজনের মুখ কালো কাপড়ে ঢাকা। তাদের একজন একটি পিস্তল হাতে খোলা দরজা লক্ষ্য করে গুলি ছোড়েন। আরেকজন মোবাইল ফোনে সেটি ভিডিও করেন। পরে তারা শান্ত ভঙ্গিতে বেরিয়ে যান। সে সময় ওই বাসার ভেতরে দুজন পুরুষকে দেখা যায়। আর দরজার বাইরে বোরকা পরা দুই নারী ও একটি শিশু বসে ছিল। দুর্বৃত্তদের দেখে দুই নারী ও শিশু দ্রুত সেখান থেকে সরে পড়েন।