সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত। ফলে ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলে দুবাইতে। আইসিসির হাইব্রিড মডেলের এই সিদ্ধান্ত নিয়ে কম জলঘোলা হয়নি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না যাওয়ায় ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী বিশ্বকাপে যেতে অস্বীকৃতি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে পাকিস্তান ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার চিন্তা করছে আইসিসি।
তবে, আসন্ন হকি এশিয়া কাপ খেলতে ভারতে যাবে পাকিস্তান হকি দল। বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)।
উল্লেখ্য, আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগিরের নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এবারের পুরুষ হকি এশিয়া কাপ। টিম। এই ৮ দলের টুর্নামেন্টে ভারত,পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চীন ও মালয়েশিয়া খেলবে। বাকি দুই দল যোগ্যতা অর্জন পর্ব থেকে ঠিক হবে।
এর আগে ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। সেই ৬ দলের টুর্নামেন্টে ৫ নম্বরে শেষ করে পাকিস্তান।
এদিকে পাকিস্তানের ভারতে আসা নিয়ে ভারতের হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে গণমাধ্যমকে বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভালো ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।’
আপনার মতামত লিখুন :