ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫

জুতা কিনতে গিয়ে হেনস্তার শিকার নারী

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৩:৩৬ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফুটপাতের দোকান থেকে জুতা কিনতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন এক নারী। সোমবার (২৫ মার্চ) বিকেলের এ ঘটনায় বচসা থেকে ওই নারীর গায়ে হাত দেওয়া, তাকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে; যা নিয়ে পড়ে থানা-পুলিশও হয়েছে।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন বলেন, এটা সোমবার বিকেলের ঘটনা। জুতা কেনা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারী অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছে।

ঘটনার মীমাংসার তথ্য দিয়ে তিনি বলেন, পরে দোকানদারদের সঙ্গে বসে দুই পক্ষ মিলে এটির মীমাংসা করে ফেলেছে বলে ওই নারী পুলিশকে জানিয়েছেন। ওই নারী এ বিষয়ে তার আর কোনো অভিযোগ না থাকার কথা বলেন। আগের অভিযোগও প্রত্যাহার করেছেন তিনি। এ ঘটনায় পুলিশ একটি জিডি করেছে।

এক মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চড়-থাপ্পড় দিচ্ছেন একজন। তার হাত ধরে টানাটানিও করতে দেখা যায়। এ সময় পাশ থেকে কয়েকজন ‘চোর চোর’ বলছিলেন।

এ ঘটনাকে সাম্প্রতিক সময়ে আগের কয়েকটি নারী হেনস্তার ঘটনার সঙ্গে মিলিয়ে দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। এমন ঘটনার সমালোচনা করে তারা এর সুবিচার দাবি করেছেন।

ভিডিওটি শেয়ার করে জ্যেষ্ঠ সাংবাদিক নাদিরা কিরণ তার ফেসবুক প্রোফাইলে লিখেছেন, ‘স্ট্রিট মার্কেটে জুতা কেনার দর কষাকষিতে বাগবিতণ্ডার এক পর্যায়ে নারী ক্রেতাকে চড়- থাপ্পড় মারা, গায়ে হাত দেওয়া পুরুষ বিক্রেতার সাথে তাল মিলাতে এল আরো কিছু পুরুষ। পরে ক্রেতাকে চোর বানানোরও চেষ্টা করে মবের সৃষ্টি করে সেই পুরুষেরা।’