ঢাকা সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৮:৫১ এএম
ছবি: সংগৃহীত

এমআরটি লাইন-১ এর জন্য ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন অপসারণের কারণে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মার্চ) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), নামাপাড়া ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।