রাজধানীর শ্রম ভবনের সামনে তিন মাসের বকেয়া মজুরি, ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে তারা এই বিক্ষোভ করতে থাকেন।
এদিন সকাল থেকেই শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নেন। তাদের বেশির ভাগই নারী। অনেকের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড ছিল। এ সময় শ্রমিকদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন জানান, আজ বৃহস্পতিবারের মধ্যে বেতন না দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে মালিকদের বিরুদ্ধে। ১২ মালিকের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :