ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে কাজ করা স্কাই লাইন ইভেন্ট এর উদ্যোগে ধানমন্ডি পার্টি সেন্টারে ঈদ মেহেদী উৎসব শুরু হতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) মেলার উদ্বোধনী হবে।
জানা গেছে, হাত ভরে মেহেদী দিতে কিংবা শেষ মুহূর্তের শপিং করতে দারুণ সুযোগ থাকবে এই মেলাজুড়ে। ধানমন্ডির সুন্দর এই ভেন্যুতে ঈদের আগের তিন দিন মেলাটি সবার জন্য উন্মুক্ত, যেখানে থাকছে না কোন এন্ট্রি ফি।
এই উৎসবে থাকবে ঈদ মেহেদী উৎসব বাই স্কাই লাইন ইভেন্ট এর পুরো টিম। স্কাই লাইন ইভেন্ট অর্গানাইজার জানান, এখানে ১৫০ টাকা থেকে ২০০০ টাকায় হাত সাজানোর সু ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। আশা করছি কাল থেকে পুরোপুরি জমে উঠবে।
তিনি আরও জানান, ২৮, ২৯ এবং ৩০ মার্চ ধানমন্ডি পার্টি সেন্টার এসে যে কেউ মেহেদী দিতে পারবেন। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা। কোনো অগ্রিম বুকিং দিতে হবে না।
আয়োজক সূত্রে জানা গেছে, মেহেদী উৎসবের পাশাপাশি মেলায় থাকছে নানা ধরণের ঈদ পোশাক। দেশীয় উদ্যোক্তাদের নিজস্বতা ও বৈচিত্র্যময় পণ্যগুলো এক ছাতার নিচে এনে শুরু হচ্ছে এই ঈদমেলা। নানা ঢঙের পোশাক, গয়না, ব্যাগসহ হরেক রকমের পণ্য রয়েছে এ মেলায়।
আপনার মতামত লিখুন :