মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

ঈদে রাজধানী ছাড়তে পারেন সোয়া ১ কোটি মানুষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৮:৩৩ এএম

ঈদে রাজধানী ছাড়তে পারেন সোয়া ১ কোটি মানুষ

ছবি: সংগৃহীত

পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন করতে রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষ। আর এই ঈদ যাত্রায় ঢাকা ছাড়তে পারে প্রায় সোয়া ১ কোটি মোবাইল সিমধারী। অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

অপারেটরদের সূত্রে জানা যায়, গত চার দিনে (২৬ থেকে ২৯মার্চ) প্রায় ৮০ লাখ সিমের গ্রাহক ঢাকা ছেড়েছেন। আর আজ (৩০ মার্চ) ও আগামীকাল (৩১ মার্চ) ঢাকা ছাড়তে পারেন আরও ৪০ থেকে ৪৫ লাখ সিমধারী।

উল্লেখ্য, এবারের ঈদুল ফিতরের ছুটি আনুষ্ঠানিক ছুটি হয় গত শুক্রবার (২৮ মার্চ) থেকে। তবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় কার্যত সেদিন থেকেই ঈদযাত্রা শুরু হয় ঢাকাবাসীর।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুসারে, গত ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট মোবাইল ফোন গ্রাহক ১৮ কোটি ৬৫ লাখ।

প্রসঙ্গত চাঁদ দেখার ওপর নির্ভর করে সোমবার (৩১ মার্চ) অথবা মঙ্গলবার (১ এপ্রিল) দেশে ঈদুল ফিতর উদযাপন হতে পারে। সে হিসেবে সরকারি চাকরিজীবীরা এবার ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট ৯ দিন ঈদের ছুটি ভোগ করবেন।

আরবি/আরডি

Link copied!