বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বেওয়ারিশ কুকুরের বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণের জন্য প্রায় ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা একটি দপ্তর আদেশ জারি করে এই বরাদ্দ অনুমোদন দিয়েছেন।
আদেশে উল্লেখ করা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের জন্য বছরব্যাপী (মার্চ ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত) বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ওষুধপত্র, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ে ৭ লাখ ৪০ হাজার ২৭০ টাকা অগ্রিম প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে তিন সদস্যের একটি আহ্বায়ক করে ডিএসসিসি। যেখানে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে ডিএসসিসির ভেটেরিনারি কর্মকর্তা ডা. শরণ কুমার সাহাকে।
আপনার মতামত লিখুন :