ঢাকা রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি’র টিকিট কাটতে পারছেন নিয়মিত যাত্রীরাও

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:৩০ পিএম
রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি- ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিস। এর মাঝে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য হাতিরঝিল লেকে ভ্রমণের উদ্দেশ্যে প্যাকেজ সার্ভিস চালু করেছিল। ফলে দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা হলেও সাধারণ যাত্রীদের জন্য এ সেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে যারা নিয়মিত ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে থাকেন।

তবে আজ বুধবার (২ এপ্রিল)  থেকে ঈদ উপলক্ষ্যে প্যাকেজের পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকিট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত সেবা প্রদান করছে।

 

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মোঃ আব্দুল্লাহ আল মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম নিজ উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সাথে যোগাযোগ করেন এবং ছুটির মাঝেও নিয়মিত যাত্রীদের চলাচলের জন্য ওয়াটার ট্যাক্সি সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

যার প্রেক্ষিতে ঈদ উপলক্ষে প্যাকেজের পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকিট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত সেবা প্রদান করছে। এদিকে নিরবচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্যও মোতায়েন করা হয়েছে।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘ঈদের আনন্দঘন মুহূর্তের মাঝে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোনোরকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাজউক গ্রহণ করছে।’