ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

শূন্য ঢাকায় ফাঁকা বাজার

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ০৫:০৭ পিএম
ঈদের ছুটিতে রাজধানী কাঁচাবাজারে বেচাবিক্রি তেমন নেই- ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে অনেকে চলে গেছেন ঢাকার বাইরে। ফলে জনশূন্য হয়ে পড়েছে রাজধানী। যার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। পণ্যের সরবরাহ যেমন কমেছে তেমনি কেনাবেচাও কমেছে। আবারও পণ্যের দামও কমেছে বেশ।

রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলো অনেকটাই ফাঁকা। বেশিভাগ দোকানই খুলেনি। কিছু দোকান খুললেও বেচাবিক্রি নেই। ক্রেতাদের আগমনও হাতেগোনা। এতে অনেকটা অলস সময় পার করছেন বিক্রেতারা।

রাজধানীর মালিবাগ রেলগেট বাজারে বুধবার মানুষের আনাগোনা কম ছিল। অনেক দোকানপাটও বন্ধ ছিল।

তবে ছুটিতেও দোকান খুলা রেখেছেন সবজি বিক্রেতা রহিম উদ্দিন।

তিনি বলেন, তার দোকানের বেশির ভাগ সবজির দাম ঈদের আগের তুলনায় অনেক কমেছে। কিন্তু ক্রেতা নেই।

‘সকালে কিছু ক্রেতা থাকলেও দুপুর গড়াতেই বাজার ফাঁকা হয়ে গেছে’, বলেন রহিম।

 

রাজধানীর শান্তিনগর বাজার ঘুরে একই চিত্র দেখা যায়।

বাজারে কিছু দোকান খুলা থাকলেও ক্রেতার আগমন হাতেগোনা।

তবুও দোকান খুলা রেখেছেন আলতাব হোসেন।

‘বহু মানুষ গ্রামের বাড়িতে ঈদ কাটাতে গিয়ে এখনও ফেরেননি। যারা ঢাকায় আছেন, তারা এখনও ঈদের আগে করা বাজারসদাই দিয়ে চলছেন’, বলছিলেন আলতাফ।

বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে যেসব সবজি ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম কমার মধ্যে রয়েছে পটোল, যেটি ১০০ টাকা দরে বিক্রি হলেও এখন ৪০ থেকে ৫০ টাকায় কেনাবেচা হচ্ছে।

শিমের দামও কমেছে, ৮০ টাকা থেকে দাম কমে এখন ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

টমেটোর দামও ৭০-৮০ টাকা থেকে এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দাম কমার তালিকায় রয়েছে বেগুনের নামও। ১০০ টাকা থেকে এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

সবজির পাশাপাশি মুরগির দামও কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি ঈদের আগে ২৩০ টাকার বেশি দর ছিল, যা এখন ২১০ থেকে ২২০ টাকায় কেনাবেচা হচ্ছে।

তবে ঈদের আগের তুলনায় দাম বেড়েছে সেমাই ও চিনির।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ডের প্রতি লিটার তরল দুধের প্যাকেট ১০০ টাকা এবং ৫০০ গ্রামের প্যাকেট ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এ হিসেবে তরল দুধের দাম লিটারে বেড়েছে ১০ টাকা।

তবে গুঁড়া দুধের দামে তেমন হেরফের দেখা যায়নি।

এছাড়া গরুর মাংসের দামও ঈদের আগের তুলনায় বেড়েছে। ঈদের আগে গরুর মাংসের দাম ছিল প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা। এখন ৮২০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।