অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র সমন্বয়কদের ফ্রি রুম ও বিভিন্ন পরিষেবা প্রদান সংক্রান্ত যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সে বিষয়ে বক্তব্য দিয়েছে ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি বলছে, এই নিয়ে ‘মিথ্যা এবং বিভ্রান্তিকর’ তথ্যের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৩মার্চ) এক বিবৃতিতে এই মন্তব্য করা হয়। বিবৃতিতে মিথ্যা তথ্যে সংবাদ প্রকাশে তীব্র নিন্দাও জানিয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারিও করা হয়েছে।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্যান্য পরিষেবা প্রদান সংক্রান্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।’
‘এ ধরণের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউসের উচিৎ ছিলো হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। সেটা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনো সত্যতা নেই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম ক্ষুন্ন করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি। এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞার পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি ভবিষ্যতে এ ধরণের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে।’
আপনার মতামত লিখুন :