শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৫, ১০:২৪ পিএম

গুলশানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে নিলয় গায়েন (২৮) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবারর (২ এপ্রিল) দিবাগত রাতে শহরের কালাচাঁদপুর এলাকায় একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার চাওচা গ্রামের মৃত নিখিল গায়েনের ছেলে নিলয় গায়েন। তিনি গুলশান কালাচাঁদপুর, ক ৩৮/৩, নাজিরের মেসে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ।

তিনি বলেন, আমরা খবর পেয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ক ৩৮/৩ নাজিরের মেসের চতুর্থ তলার কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

আরবি/জেডি

Link copied!