ঢাকা শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

রাজধানীতে গুলিবর্ষণ-ভাঙচুর-হামলা, অভিযানে পুলিশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১১:৫৮ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানার জোয়ার সাহারা খা পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ এপ্রিল)  গভীর রাতে অভিযুক্তরা মোঃ রাশেদুজ্জামান রাজুর (৩৭) বাসার সামনে এসে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং দুটি রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে অভিযুক্তরা বাসায় প্রবেশের চেষ্টা করে এবং গেটে লাথি মারে, এমনকি সিসি ক্যামেরাও ভেঙে দেয়।

স্থানীয় সূত্র জানায়, এ সময় রাজু ও তার পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তবে অভিযুক্তরা সে সময় ভয়-ভীতি ও খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এর পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ভাটারা থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্তদের মধ্যে রুবেল (৩৫), পাভেল (২৮) ও সুনাম (২৮) নামের তিনজনের পরিচয় নিশ্চিত করা গেছে, তবে তাদের সাথে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা অপরাধী ছিল।

এ ঘটনায় ভাটারা থানার পুলিশ কর্তৃপক্ষ অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে। পুলিশ কর্তৃপক্ষ সবার কাছে তথ্য সহায়তা চেয়ে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে পুলিশ ।