রাজধানীর মুগদার মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে। পরে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুমী আক্তার মুগদা এলাকার সাজু মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে মানিকনগর ওয়াপদা রোডে ভাড়া বাসায় থাকতেন এবং টিউশনি করাতেন।
প্রতিবেশী মেজবা বেগম জানান, রাতে টিউশনি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় সুমী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।