শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫

কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত দুই যুবক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৫:০০ এএম

কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত দুই যুবক

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার কালশী ফ্লাইওভারে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে, যার ফলে দুই যুবক নিহত হয়েছেন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ও তার পেছনে থাকা আরোহীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে গুরুতর আহত দুই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, কালশী এলাকার ফ্লাইওভারে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবককে ঢামেক হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!