ঈদুল ফিতরের ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি শেষে বাসায় ফিরে গ্যাসের চুলা জ্বালানো নিয়ে বিশেষ সতর্কতামূলক কিছু পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
শনিবার (৫ এপ্রিল) রাজধানীবাসীর উদ্দেশে তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ২০ মিনিট পূর্বে রান্নাঘরের দরজা-জানালা খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করুন। চুলার নব, বাটন, হুসপাইপ, পিতলের চাবি ইত্যাদিতে কোনো গ্যাস লিকেজ আছে কি না পরীক্ষা করুন।
আরও বলেছে, লিকেজ পরিলক্ষিত হলে রাইজারের চাবি বন্ধ করে দিন এবং প্রয়োজনে দক্ষ মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামতের ব্যবস্থা করুন।
গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে ০১৯৫৫-৫০০৪৯৭-৫০০ নম্বরে ও কল সেন্টারে (১৬৪৯৬) যোগাযোগ করুন।