রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৭:২৯ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রপাত হচ্ছে। এতে চললাম তাপপ্রবাহের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলছে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তার আগে ঝড়ে ধুলা উড়তে থাকে।

এদিন সকালে রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

আরবি/এসআর

Link copied!