ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান, নিরাপত্তা জোরদার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ পিলখানার সামনে অবস্থান নিয়েছেন। ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা রোববার সকাল সাড়ে ১০টা থেকে ঝিগাতলা এলাকার আশপাশে অবস্থান শুরু করেন।

তাদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পিলখানা এলাকায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য, বিজিবি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রায়টকার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

আন্দোলনকারী বিডিআর সদস্যরা বলেন, আমাদের দাবি একটাই, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা বা হাঙ্গামা করতে এখানে আসিনি, শুধু আমাদের দাবি আদায়ের জন্য এসেছি।

এ বিষয়ে ঝিগাতলায় উপস্থিত রমনা উপকমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে বিজিবি সদস্য এবং সেনাসদস্যরাও রয়েছেন। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।