পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে সরকারি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। এতে কর্মস্থলে ফিরেছে রাজধানীবাসী। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মচাঞ্চল্য, অন্যদিকে নগরীও ফিরেছে তার চিরচেনা রূপে।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটরসহ বেশ কয়েকটি সড়ক ঘুরে ও গুগল ম্যাপের সহযোগিতায় যানজটের চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের ছুটি চলাকালীন রাস্তায় গণপরিবহনের উপস্থিতি কম থাকলেও আজ প্রথম কর্মদিবসেই রাজধানীর প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা গেছে। যদিও সকাল সাড়ে ৮টার পর থেকে সড়কে গণপরিবহনের উপস্থিতি সীমিত থাকায় অফিসগামী মানুষের উপচে পড়া ভিড় ছিল। সে সময় যানজটের দেখা না মিললেও বেলা বাড়তেই শুরু হয় যানজট।
দেখা গেছে, কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে ভিড় করতে শুরু করেন। কেউ কেউ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন কেউবা আবার সুযোগ পেলে উঠে পড়ছেন। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বাসে তিল ধারণের ঠাঁই ছিল না। একই সঙ্গে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল বেশ ভালোই।
এ ছাড়া সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যস্ততার সঙ্গে দায়িত্ব পালনের চিত্রও দেখা গেছে।